দেবহাটা থানা পুলিশের অভিযানে আটক ৫

0
635

দেবহাটা প্রতিনিধি:দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। থানা সূত্র জানা যায়, দেবহাটা থানার এস আই মাজরিহা হোসাইন পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের ইসলাম বিশ্বাসের পুত্র আশরাফ ইসলামকে আটক করে দেবহাটা থানায় নারী ও শিশু আইনে একটি মামলা দায়ের করন। যার নম্বর ১০। এছাড়া এ এস আই আল-আমিন ও কায়সার সোমবার সন্ধায় উপজেলার সখিপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে শ্রীরামপুর গ্রামের গফ্ফার মোড়লের পুত্র গোলাম রসুল (২৭) কে ১০০ গ্রাম গাজা সহ গ্রেপ্তার করে। এব্যাপারে তার বিরদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপর এক অভিযানে এস আই সামাদ জি আর ৪৭/১৭ নং মামলার আসামি পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামের এবাদুল মোড়লের পুত্র মনিরুল ইসলাম (ভদু), এস আই হাবিব সি আর ৩৩৪ নং মামলার আসামি পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামের আব্দুল রউফ শেখের পুত্র ইব্রাহীম শেখ এবং এ এস আই কালাম পারুলিয়া ইউনিয়নের উত্তর নাজিরের ঘর গ্রামের সামাদ মোড়লের পুত্র কামরুল হাসান মোড়লকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।