দেবহাটা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

0
438

মীর খায়রুল আলম: দেবহাটা উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাঃ রুহুল হক এমপি। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল
আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন
সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন প্রমুখ কর্মকর্তাবৃন্দ পরে রুহুল হক উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।