দেবহাটায় ৩৬ জন অসহায় ব্যক্তিকে জেলা পরিষদের সহযোগীতা প্রদান

0
485

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় ৩৬ জন অসহায় ব্যক্তিকে জেলা পরিষদের সহায়তা(নগদ) অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৬জন ব্যক্তিকে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জেলার আলহাজ্ব আল ফেরদৌউস আলফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুল ইসলাম, সংরক্ষিত সদস্য সাবিনা পারভীন, রোকেয়া বেগম, শাহানাজ পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম মোল্যা, ৫ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মাসুম, ৬ নং ওয়ার্ড সদস্য মাহবুব রহমান বাবলু, ৭ নং ওয়ার্ড সদস্য আজগর আলী, ৮ নং ওয়ার্ড সদস্য গোলাম মোক্তার, ৯নং ওয়ার্ড সদস্য আরমান হোসেন প্রমূখ। এসময় প্রতিটি ওয়ার্ড থেকে ৪জন দুস্থ, অসহায় ব্যক্তিদের প্রত্যেক ৫শত টাকা করে মোট ১৮ হাজার টাকা করে প্রদান করা হয়। জেলা পরিষদের সহযোগীতা পেয়ে অসহায় ব্যক্তিদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে ধন্যবাদ জানান। এদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য আল ফেরদৌউস আলফা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারায় জেলা পরিষদের সকল প্রকার সুযোগ সুবিধা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। শুধু জেলা পরিষদের সহযোগীতা নয় পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগীতা সাধারণ মানুষের জন্য চলমান থাকবে। তাই সরকারের সহযোগী হিসাবে উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে সকলের দোয়া চেয়েছেন তিনি।