দেবহাটায় ১ম দিনের সমাপনী প্রাথমিকে-২৯, এবতেদায়ীতে-৩৯ অনুপস্থিত

0
316

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :

দেবহাটায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ম দিনেপ্রাথমিকে ২৯ জন ও এবতেদায়ীতে ৩৯ জন অনুপস্থিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে শান্তিপূর্ন ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে পরীক্ষার্থীরা। দেবহাটা উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে ২১২১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। যার মধ্যে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় ও টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রাথমিক সমাপনীতে ১৮৮০ জন পরিক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত-২৯ জন এবং এবতেদায়ী বিভাগে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে ২০৪১ জন পরিক্ষার্থীদের মধ্যে ৩৯ জন অনুপস্থিত হয়েছে।
দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার প্রনব কুমার মল্লিক জানান, এবার সমাপনী পরীক্ষায় দেবহাটা উপজেলার ৬টি কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে পরিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। আগামী দিন গুলোতে শান্তি বজায় রাখার আহবান জানান।##