দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় সাংবাদিক আর.কে.বাপ্পার পিতা সাবেক স্কুল শিক্ষক সৈয়দ আবুল কালামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বাদ মাগরিব মরহুমের দেবহাটা সদরস্থ নিজস্ব বাসভবনের পাশে দেবহাটা আহছানিয়া শাখা মিশনের কার্য্যালয়ে মরুহমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
হয়।
মরহুমের পরিবারের সদস্যদের আয়োজনে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেবহাটা শাখা আহছানিয়া মিশনের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার
মুসল্লীগন অংশগ্রহন করেন। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জি.এম আব্বাসউদ্দীন ও মাওঃ নুরুল ইসলাম জিহাদী। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া কামনা করা হয়। এসময় দেবহাটা শাখা আহছানিয়া মিশনের সভাপতি কামরুল হুদা, মরহুমের বড় ছেলে আর.কে.বাপ্পা, ঈদগাহ আমেনা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমের ছেলে রবিউল ইসলাম ও জাহিদ হাসান।