মীর খায়রুল আলম:
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় আনন্দ উৎসব এবং শোভাযাত্রা ও আলোচনা সভা আজ ১৮ নভেম্বর সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা UNESCO বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ০৭ মার্চের ভাষণ “Memory of the World International Register” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র” স্বীকৃতি লাভ করেছ।
এ অনুষ্ঠানে চেয়ারম্যান, দেবহাটা উপজেলা পরিষদ মোঃ আব্দুল গণি, নির্বাহী অফিসার হাফিজ আল আসাদসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকগণ, সূধীবৃন্দ, শিক্ষক, ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।