দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পূর্ণাবাসন সেবা সম্প্রসারন কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় ডিজএ্যাবল রিহ্যাবিলিটেশন এন্ড রিচার্স এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে
অস্ট্রেলিয়ান এইড অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী
হাসান, ডাঃ আবু হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালামাতুল্লাহ, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ডিআরআর’র কমিউনিটি মবিলাইজার করবি স্বর্ণকার, এমএসআই আহছানুল করিম, ডিপিও প্রতিবন্ধী সদস্য আছের আলী, মুরশিদা খাতুন, সাবিহা সুলতানা প্রমূখ। সভায় বিগত দিনে প্রতিবন্ধীদের বিভিন্ন সেবার বিষয়ে আলোচনার করার পাশাপাশি অর্জন নিয়ে বলা হয় যে, বিগত ২ মাসে সখিপুর হাসপাতাল সেন্টারে নতুন ৬১জন রুগি সেবা গ্রহন
করেছে। নতুন ও পুরাতন সবমিলে ২৮৪জন জন সেবা নেওয়ার পাশাপাশি প্রতিবন্ধীদের পর্যবেক্ষণের জন্য কেয়ার গিভার ওরিয়েন্টশন প্রদান করা হয়েছে ৪৭জনকে। এছাড়া ৫৫জন প্রতিবন্ধী রুগি তাদের পর্যবেক্ষনে রয়েছে। অপ্রতিবন্ধী ২৯জন রুগি ৫৩ বার থেরাপিসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।চলতি মাসে প্রকল্প থেকে ৮জনকে সহায়ক উপকরণ প্রদানের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর থেকে আরো ১২জনকে সহায়ক উপকরণের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে ৭জন প্রতিবন্ধীকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরামর্শ প্রদান করা হয়েছে।
আগামী বছরে থেরাপি, সহায়ক উপকরণ, ইউডিএইচসি মিটিং, পটগানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে।