দেবহাটায় নানা আয়োজনে ৭ই মার্চ উদযাপন

0
118

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা মুক্ত মঞ্চে এ উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তজা আনোয়ারুল হক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু সহ মুক্তিযোদ্ধা বৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুর‌্যালে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন , দেবহাটা থানা পুলিশ, উপজেলা  আওয়ামীলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।