দেবহাটায় জাপা নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক

0
252

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাবেক দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম(সিরাজ)’র মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির নের্তৃবৃন্দরা। বৃহস্পতিবার দিবাগত রাতে সবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রবীণ নেতা সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধ আলহাজ্ব মাবুদ গাজী, সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী ও ঈব্রাহীম সরদার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংগঠনিক সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল, দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর সরদার, প্রচার সম্পাদক বাবু জয়দেব বিশ্বাস, উপজেলা যুব-সংহতির সভাপতি মোসফিকুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির সর্বস্থরের নেত্রীবৃন্দরা।