দেবহাটায় অসুস্থ যাত্রা শিল্পী খালেকের পাশে সৈকত

0
504

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
নিউ প্রভাষ, নিউ গণেশ, গীতশ্রী অপেরা সহ বিভিন্ন অপেরায় দাপটের সাথে প্রায় দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় ও পরিচালনা করা যাত্রাশিল্পী সাতক্ষীরা জেলায় দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের আব্দুল খালেক খাঁ এখন কিডনী রোগে আক্রান্ত। অন্যদিকে বেকার জীবন পার করছেন তিনি। চিকিৎসা করানোর মতো সামর্থ্য তার পরিবারের নেই। ঠিক সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন সাতক্ষীরার সন্তান শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক নাট্যনির্মাতা জি.এম সৈকত। সৈকত গুণি এই যাত্রা শিল্পীর শারীরিক খোঁজ খরব নেওয়ার জন্য তাঁর সাথে দেখা করেন এবং খুব শীঘ্রই তাঁর চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। পাশাাপাশি জি.এম সৈকত প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সমাজের বিশিষ্ট জনদের অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। আব্দুল খালেক খাঁ বলেন, জি.এম সৈকত আমার এক এলাকার সন্তান। আমার এই দুঃসময়ে আমার পাশে এসে দাঁড়ানোয় একটু আশার আলো দেখতে পাচ্ছি। আমি শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েবকে ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে অভিনয়ে ফিরতে পারি। এবিষয়ে দেবহাটা শিল্পী ঐক্যজোটের আহবায়ক কৈলশ স্বর্ণকার ও সদস্য সচিব অভিনেতা নিলয় আহম্মেদ বলেন, আব্দুল খালেক খাঁর চিকিৎসার সকল দায়িত্ব ভার শিল্পী ঐক্য জোট গ্রহন করেছেন।