দেবহাটার সখিপুরে বিশ্ব শিশু অধিকার দিবস

0
12

দেবহাটা প্রতিনিধি : “প্রত্যেক শিশুর জন্য, প্রতিটি অধিকার” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটার সখিপুরে বিশ্ব শিশু অধিকার দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুশীল সমাজের আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু,ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেন, আবুল কালাম, জুলেখা খাতুন, সাজু পারভীন, রেহেনা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর জয়দেব ঘোষ, ইউনিয়ন প্রোমোটর সুরমা পারভীন সহ সুশীল সমাজ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুপুষ্টি,সুরক্ষা এবং পূর্ণ সম্ভাবনার সাথে প্রতিটি শিশুর বিকাশের উপর গুরুত্ব আরোপ এবং বাল্য বিবাহের সচেতনতা নিয়ে আলোচনা করেন বক্তরা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here