স্পোর্টস ডেস্কঃ
কানায় কানায় পরিপূর্ণ ছিল ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়াম, এ কথা বলা যাচ্ছে না। বার্সেলোনার মূল তারকারা কেউই এখনো এসে পৌঁছাননি। বিশ্বকাপের পর এখনো ছুটিতে আছেন মেসি, সুয়ারেজ, কুতিনহোরা। তবু টটেনহামের বিপক্ষে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ দেখতে প্রায় ৬৭ হাজার দর্শক হাজির হয়েছিলেন। হতাশ হতে হয়নি তাদের। প্রায় দ্বিতীয় দল নিয়েও টটেনহামকে টাইব্রেকে ৫-৩ ব্যবধানে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে শুভসূচনা হলো বার্সেলোনার।
বার্সেলোনার হয়ে কালই অভিষেক হয়েছে দুই ব্রাজিলিয়ান আর্থার মেলো ও ম্যালকমের। মিডফিল্ডার আর্থার অভিষেকের ক্ষণ রাঙিয়েছেন ২৯ মিনিটেই। তাঁর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। গত দুই মৌসুম ধরেই ধারে অন্য ক্লাবে খেলে বেড়ানো মুনির এল হাদ্দাদি যে ১৫ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন। ক্লাবের হয়ে অভিষিক্ত ডিফেন্ডার ল্যাংলেটের নেতৃত্বে রক্ষণভাগও কোনো ভুল না করায় এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে এক ঝাঁক তরুণ নামেন বার্সেলোনার হয়ে, উঠে আসেন আর্থার ও ল্যাংলেটরা। বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন ম্যালকম। তবে অন্য দুই অভিষিক্তের মতো আলো ছড়াতে পারেননি অনেক আলোচনার জন্ম দিয়ে কাতালানদের দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড। আর অনভিজ্ঞ বার্সা ডিফেন্সের পূর্ণ সুযোগ নিয়ে দুই মিনিটের মধ্যে সন ও এনকুদু সমতায় ফেরান দলকে। ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ সমতায়।
পেনাল্টি শুট আউটে অবশ্য নায়ক বনে যান গোলরক্ষক জ্যাসপার সিলেসেন। টটেনহামের তৃতীয় শট ঠেকিয়ে দেন এই ডাচ গোলরক্ষক। পঞ্চম শটও ম্যালকম জায়গামতো পাঠালে ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আরনেস্তো ভালভার্দের দল।