দুই ছেলেকে নিয়ে পাহাড়ে ঋত্বিক

0
351

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় নায়ক ঋত্বিক রোশন। সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে সব সময়ই পছন্দ করেন তিনি। সময় পেলেই দুই ছেলে রেহান ও ঋদানকে নিয়ে বাইরে ঘুরতে যেতে দেখা যায় ঋত্বিককে।

১০ ও ১২ বছরের দুই ছেলেকে নিয়ে পাহাড়ে গেলেন ঋত্বিক। এ সময় নাকি ছেলেদের পর্বত আরোহণের প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করেছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সুইজারল্যান্ডে দুই ছেলেকে নিয়ে সেই পর্বত আরোহণের ভিডিও পোস্ট করেছেন এই নায়ক।

ঋত্বিকের পোস্ট থেকে জানা যায়, রেহান ও ঋদানকে নিয়ে এই মুহূর্তে সুইজারল্যান্ডের গস্তাদে আছেন। সেখানে ৩ হাজার ফুট উঁচু পাহাড়ে ওঠার প্রশিক্ষণ নিচ্ছেন।

কদিন আগে একটি বিজ্ঞাপনে পর্বতারোহী অর্জুন বাজপেয়ীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জানা গেছে, শিগগিরই ‘সুপার-৩০’ সিনেমায় দেখা যাবে ঋত্বিক রোশনকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে।

চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন ঋত্বিক রোশন ও সুজান রোশন। কিন্তু ১২ বছরের সংসারে হঠাৎ করেই বেজে ওঠে বিচ্ছেদের সুর। শেষ পর্যন্ত দাম্পত্য কলহের জের ধরে ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাদের।