দাকোপ সংবাদদাতা:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস এবং রাজনৈতিক সচিব এবং খুলনা-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য পদ প্রার্থী সুনীল শুভ রায়ের শাশুড়ী ও জাপানেত্রী কনিকা রায়ের মাতা বীনা রানী গোলদার (৮০) গুরুতর অসুস্থ হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় তার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন দাকোপ উপজেলা জাতীয় পার্টি ও চালনা পৌরসভা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার আহবায়ক নারায়ন চন্দ্র সরকার,জেলা জাপার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনোজ কুমার রায়, চালনা পৌর জাপার আহবায়ক জোনাব আলী গাজী,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মোল্ল্যা, জেলা জাপা নেতা গাজী আব্দুল বারিক,শ্যামা প্রসাদ গাইন,চালনা পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব এস এম মামুনুর রশিদ,জাপানেতা দূর্গাপদ মন্ডল,বিপুল কান্তি মোড়ল, অধ্যাপক শংকর সানা,ফিরোজ হাওলাদার, জিয়ারুল ইসলাম জিয়া,হুমায়ুন কবির হিরা,প্রভাষক কামরুল খান,লুৎফার রহমান সানা,ডাঃ শহিদুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম গাজী,আনোয়ারুল হক গাজী, ডাঃ হরিপদ হালদার,সোহারাব হোসেন, মজনু ফকির,রবিউল ইসলাম,সুচিত্র গোলদার,বিমল কবিরাজ,আব্দুল হাই শেখ, বাবুল হোসেন শেখ,মোঃ আব্দুল খালেক ঢালী,অসিম সানা,আবু মুছা,মোঃ হাবিবুর রহমান খান মিল্টন গোলদার,মীর কামাল হোসেন বাদশা, নওশের আলী ভূইয়া,আবুল হোসেন শেখ, ইকলাজ সরদার, তাপস রায়,সুমন রায়,মোশারেফ হোসেন লিমন,মনিরুল ইসলাম শিকদার,তরুন রায়,মহাদেব গোলদার,মহাসিন ফরাজী,ইমরুল ইসলাম,বিশ্বজিত রায়,মোঃ জাকির চৌধুরী, মোঃ আক্তার শেখ, ঠাকুর দাস মন্ডল,সন্ধ্যা রানী পাল, রাবেয়া বেগম, আকবর গাজী, আলম গাজী, ছাত্রনেতা মোঃ এনামুল কবির, শুভংকর মন্ডল প্রমুখ।