নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় আ’লীগ সরকারের উন্নয়ন নিয়ে পথ সভা ও গনসংযোগ হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোদ্দারগঞ্জ বাজারে উপজেলা আ’লীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আ’লীগ নেতা সাগর চন্দ্র মোড়লের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল। এতে প্রধান অতিথি বর্তমান আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আ’লীগ সরকার দেশের উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করেন আর বিএনপি, জামায়াত এসবকে তুচ্ছ মনে করে। এরা আ’লীগ সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালায়। তাই আ’লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ হয়ে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। সবাইকে আ’লীগ সরকারের সকল উন্নয়ন জনগনের মাঝে উপস্থাপন কারার আহবান জানান প্রধান অতিথি। এছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ের লক্ষে নিষ্ঠার সাথে কাজ করে আ’লীগ সরকারের হাতকে আরও শক্তিশালী করার কথা বলেন বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা অসিত বরণ সাহা, এ্যাড. জিএম কামরুজ্জামান, গোলাম মোস্তফা খান, দেবপ্রসাদ গাইন, সঞ্জয় কুমার মোড়ল, শিবেন্দ্র প্রসাদ রায়, সমরেশ রায়, উমাশংকর রায়, সাব্বির হোসেন, সুজন মন্ডল, বিশ্বজিৎ রায়, অমিত সাহা, পরিতোষ মন্ডল, মাহামুদুন্নবী, গাজী সরোয়ার, পুলকেশ মন্ডল, দেবদাশ রায়, মৃনাল বিশ্বাস, দেবদাশ গাইন, তন্ময় সরকার, ভবেন্দ্রনাথ মন্ডল, শেখ গোলাম রসুল, নিতাই জোয়াদ্দার, মলিনা জোয়াদ্দার, তপু সরকার, তন্ময় ইজেদ্দারসহ আরও অনেকে।
এরপর সাড়ে ৬টার দিকে কৈলাশগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে বোর্ডবাড়ি দুলাল চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আরও একটি সভা ও গনসংযোগ আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।