দাকোপে শিশুমেলার উদ্বোধন

0
463

তথ্যবিবরণী:

খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে দু’দিনব্যাপী শিশুমেলা আজ শুরু হয়েছে।

সকালে শিশুমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা।
বিপুলসংখ্যক শিশু কিশোরদের অংশগ্রহণে উদ্বোধনের পূর্বে একটি র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। শিশুমেলায় সিনেমা শো, সঙ্গীতানুষ্ঠান ও স্টল প্রদর্শনের পাশাপাশি শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন, আবৃত্তি কুইজ, রচনাসহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘শিশু ও নারী উন্নয়নে জনসচেতনামূলক কার্যক্রম’ প্রকল্পের অধীনে এই শিশুমেলা আয়োজনের উদ্দেশ্য হলো, শিশুর মেধার বিকাশ ঘটানো এবং শিশু অধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।