দাকোপে রথযাত্রা পালিত

0
620
All-focus

হুমায়ুন কবির হিরা,দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় শ্রীশ্রী জগন্নাত দেবের রথযাত্রা পালিত হয়েছে।
চালনা বৌমার গাছতলা ও চালনা বাজার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের যৌথ আয়োজনে রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ও শুভদ্রা সরকার। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিভাগের ডা. সন্তোষ কুমার মজুমদার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পৌরমেয়র সনত কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলর অসিত সাহা, মাখন বিশ্বাস, দেবাশীষ ঢালী, প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, গৌতম সাহা, চয়ন সাহাসহ আরও অনেকে।
চালনা বৌমার গাছতলা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গন থেকে চালনা বাজার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে রথযাত্রা শুরু হয়। রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি সনত কুমার মন্ডল বলেন, মন্দিরের বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশগ্রহণে রথযাত্রাটি চালনা কেসি স্কুল, বৌমার গাছতলা, চালনা বাজার, ডাকবাংলো মোড়, প্রেসক্লাব, আঁছাভূয়া বাজার হয়ে পৌরসভা রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়।