দাকোপে মৎস্য লিফদের মাঝে ট্যাব বিতরণ

0
391

নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলার স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিদের মাঝে মাঠ পর্যায় চাষীদের ডিজিটাল ই-মৎস্য সেবা সম্প্রসারণের জন্য ট্যাব বিতরণ করে হয়।

মাঠ পর্যায়ে মাছের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর জাতীয় কৃষিজাত প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় সোমবার (০১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রতিটি ইউনিয়নের জন্য মোট নয়টি ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মৎস্যক্ষেত্র সহকারী আলহাজ্ব মোল্লা সাইফুল ইসলাম, জাহিদুর রহমান, সবুজ সরকারসহ আরও অনেকে।