দাকোপ প্রতিনিধি:
“১৮’র আগে বিয়ে নয়”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে বাল্য বিবাহ নির্মূলে সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আওতায় গতকাল সোমবার সকাল ১০ টায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,অধ্যক্ষ অসিম কুমার থান্দার,এসআই আঃ মজিদ, শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক-ছাত্র-ছাত্রী ও নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলো ।