দাকোপে বজ্রপাতে আ’লীগ নেতার মৃত্যু

0
421

আজিজুর রহমান,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় বজ্রপাতে অরুণাংশু গোলদার(৪৫) নামের এক আ’লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর গ্রামের কালিপদ গোলদারের ছেলে এবং ওয়ার্ড আ’লীগের সম্পাদক।
সুত্রে জানা যায়, বুধবার (২২ আগষ্ট) বিকেল চারটার দিকে স্থানীয় কালিনগর বাজারের বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে বজ্রপাত হয়। এমন সময় অরুণাংশু গোলদার টাওয়ারের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। তখনি তাঁর বুকপকেটে থাকা মুঠোফোনটি বিষ্ফোরণ হয়ে পথিমধ্যে মৃত্যু হয়।
কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল মুঠোফোনে খুলনা টাইমসকে  বিষয়টি নিশ্চিত করেন।