দাকোপে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাহাদাৎ বার্ষিকী পালিত

0
792

নিজস্ব প্রতিবেদক,খুলনা টাইমস :
খুলনার দাকোপ উপজেলায় গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভির পরিবেশের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শোক র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

All-focus

এরপর উপজেলা আ’লীগ শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গনে উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক অসিত বরণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ নেতা মো. নূরে আলম জোয়ার্দ্দার, উপজেলা আ’লীগ নেতা এ্যাড. জিএম কামরুজ্জামান, গোলাম মোস্তফা খান, চালনা পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, আ’লীগ নেতা সঞ্জয় কুমার মোড়ল, সমরেশ রায়, উমাশংকর রায়, দেবপ্রসাদ গাইন, শিবেন্দ্র প্রসাদ রায়, ছাব্বির আহম্মেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অচিন্ত্য কুমার সাহা, ডা. আ. রহিম, আফজাল হোসেন খান, বাসুদেব মন্ডল, মো. শাহাবুদ্দিন মোল্যা, গাজী সাইফুল ইসলাম, মলিনা জোয়াদ্দার, দীপংকর বৈদ্য, সঞ্জয় বৈদ্য, অসিত সাহা, সুজন বাছাড়, দেবানন্দ মন্ডল, পলাশ রায়সহ আরও অনেকে।
অনুরূপ আরও একটি শোক সভা বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা আ‘লীগের উদ্যোগে চালনা বৌমার গাছতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।