নিজস্ব প্রতিবেদক,খুলনাটাইমস :
খুলনার দাকোপ উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানকে কটূক্তি ও মানহানি করার অপরাধে থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার লাউডোব ইউনিয়নে শনিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টর দিকে। এ ঘটনায় ১১ জনকে আসামী করে দাকোপ থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় এক আ’লীগ নেতা।
এজাহার সুত্রে জানা যায়, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে মাসব্যাপি বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন করেন বাংলাদেশের সমগ্র বাঙালি জাতি। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩১ আগষ্ট) উপজেলার লাউডোব ইউনিয়ন পরিষদে দিবসটি উপলক্ষে সমাবেশ ও গণভোজের আয়োজন করে কর্তৃপক্ষ। সমাবেশের পরের দিন ইউনিয়ন পরিষদের সম্মুখে বিদ্যুৎ গোলদারের চায়ের দোকানের সামনে দাড়িয়ে কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামের মজিদ হাওলাদের ছেলে মিজানুর রহমান(৩৫) উচ্চস্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানকে কটাক্ষ ও মানহানি করার উদেশ্যে ধোকাবাজি ও ভাওতাবাজি বলে কটূক্তি করতে থাকে ঘটনার দিনে। তখনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রজত কান্তি শীল(৫২) উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ করলে, তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হওয়ার এক পর্যায়ে মিজানুরের দলবল সঙ্গবদ্ধ হয়ে মারপিট করতে থাকে আ’লীগ নেতাকে। এসময় স্থানীয় এলাকাবাসির সহযোগীতায় মিজানুর রহমানকে আটক করা হয়।
আ’লীগের সাংগঠনিক সম্পাদক রজত কান্তি শীল খুলনাটাইমসকে বলেন, এলাকাবাসি আমাকে উদ্ধার করতে এলে অন্যান্য সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে রজত কান্তি শীল বাদী হয়ে রোববারে (২ সেপ্টেম্বর) দাকোপ থানায় উপস্থিত থেকে ১১ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত নামা ৮ থেকে ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০৩।
সুত্রমতে, দায়েরকৃত মামলায় ন্যাশনাল প্রেস সোসাইটি’র (এনপিএস) খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর ও ইউপি সদস্যের নাম রয়েছে। এরমধ্যে এনপিএস’র বিভাগীয় কোঅর্ডিনেটর ডা. মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ। এনপিএস ঢাকা নামে সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত সংগঠনের চেয়ারম্যানের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ডা. মিজানুর রহমানকে এনপিএস’র সকল কার্যক্রম থেকে ৯০ দিনের জন্য অব্যাহত প্রদান করা হল।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন চৌধুরি মুঠোফোনে খুলনাটাইমসকে বলেন, মামলার এক নম্বর আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আর বাকি আসামীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।