প্রতিনিধি দাকোপ :
খুলনার দাকোপ উপজেলা চত্বরে তিনদিন ব্যাপি আয়োজিত ‘ফলদ বৃক্ষমেলা’ সমাপ্ত হয়েছে।
সোমবার(২০ আগষ্ট) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষমেলা শেষ হয়। এতে অংশগ্রহন করেন নবযাত্রা’র কোডেক প্রকল্প। তিনদিন ব্যাপি বৃক্ষমেলার শেষ দিনে ইউএসএআইডি’র অর্থায়নে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এবং কোডেকের বাস্তবায়নে প্রকল্পের লিড ফার্মারদের শ্রেষ্ঠ কৃষক হিসাবে পুলষ্কার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মারুফুল আলম, কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেনসহ কোডেকের প্রতিনিধিবৃন্দ। শ্রেষ্ঠ চাষি হিসেবে নির্বাচিত হয়ে পুরষ্কার নেন তিলডাঙ্গা ইউনিয়নের লিড ফার্মার ল²ী সরদার, পানখালি ইউনিয়নের রতনা রানী মন্ডল, কৈলাশগঞ্জ ইউনিয়নের ইন্দ্রজিৎ বিশ্বাস, বাজুয়া ইউনিয়নের জগদীশ হাওলী।