দাকোপে পল্লী বিদ্যুতের সংযোগের নামে এক শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ।

0
381

দাকোপ সংবাদদাতা : পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নাম করে দাকোপে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত ১৯ সেপ্টেস্বর রবিবার উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌখালী গ্রামের বাসিন্দা আঃ মালেক ফকির কর্তৃক দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, বর্তমানে উক্ত পানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার কার্যক্রম চলছে। পল্লী বিদ্যুতের নতুন এ সংযোগকে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দা মৃত জসিম ফকিরের ছেলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ফকির এবং কেরামত ফকিরের ছেলে ইকবাল ফকির উক্ত ওয়ার্ডের আগ্রহী অনেক গ্রাহকদের পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে মাথাপিছু ৩শত টাকা করে চাঁদা আদায় করেন। এ ব্যাপারে অভিযোগকারী ও অন্যান্যরা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত অফিসে যেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করালে তখন সংশ্লিষ্ট পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ তাদেরকে জানিয়ে দেন আদায়কৃত চাঁদার টাকা সম্পর্কে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ অবহিত নহে। অভিযুক্তদ্বয় গ্রামের সহজ সরল গ্রাহকদের ভুল বুঝিয়ে এ টাকা আতœসাৎ করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন,পল্লী বিদ্যুতের সংযোগের নামে চাঁদা আদায় সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিদ্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয় অভিযুক্ত সহকারী শিক্ষক আমিরুল ফকির ও ইকবাল ফকির সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।