দাকোপ সংবাদদাতা :
খুলনার দাকোপ উপজেলায় বুধবার সকাল ১১টায় নবযাত্রা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত চাষিদের মাঝে হাঁসের বাচ্চা ও মাছের পোনা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পরিতোষ রায়, নবযাত্রা প্রকল্পের কোডেকের উপজেলা সমন্বয়কারী মো. মহিউদ্দীন মোল্ল্যা, উইনরক ইন্টারন্যাশনাল-এর লাইভলিহুডস অফিসার রিপন কুমার ঘোষ ও এন্টারপ্রাইজ ডেভেল্পমেন্ট অফিসার খান মোহাম্মদ ইলিয়াস, নবযাত্রা প্রকল্পের কোডেকের টেকনিক্যাল অফিসার লাইভলীহুডস কাজী তোবারক হোসেন, ফিল্ড অর্গানাইজার লাইভলীহুডস মিনারা খাতুন, জাকিয়া আহম্মেদ ও কাজী আলফাজ। উল্লেখ্য যে বিতরণকৃত হাঁসগুলোর বয়স ছিল ৩২ দিন।