দাকোপে জমি দখলে রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

0
723

দাকোপ প্রতিনিধি :
দাকোপ উপজেলার চালনা বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি পক্ষকে ঘায়েল করার জন্য অন্য একটি পক্ষ নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে।
বিবরনে জানা যায়, প্রতিপক্ষ চালনা বাজারের মৃত অমূল্য রায়ের ছেলে দেবব্রত রায় পক্ষকারী শশাংক মজুমদার গংদের বিবাদী শ্রেনীভুক্ত করে দাকোপ সহকারী জজ আদালতে দেঃ ২১/০৩ নং মোকদ্দমা রুজু করিলে মোকদ্দমায় এক তরফা ডিগ্রি লাভ করেন। পর্বতিতে ঐ মোকদ্দমার ১ নং বিবাদী ও ৫ নং বিবাদী শশাংক মজুমদার ও ভবশংকর মজুমদার উক্ত দেবব্রত রায়ের বিরুদ্ধে মুল মোকদ্দমা এক তরফা ডিগ্রীর বিরুদ্ধে আপিল করিলে মাননীয় বিচারক একতরফা ডিগ্রীর রায়কে ষ্ট্রে আদেশ প্রদান করেন তথাসহ নিষেধাজ্ঞর প্রর্থনা চাহিলে দেবব্রত জবাব দিতে ব্যর্থ হইলে সংহতিশীল বজায় রাখিয়া শুনানীর জন্য নির্দেশ দেন। কিন্তু দেবব্রত রায় আদ্যবদি শুনানী করতে ব্যর্থ হন। কারন দেবব্রত যে উইলনুযায়ী ভোগ দখল করে আসছে ওটা সঠিক নয় এর কারনে মহামান্য আদলত স্ট্রে এর আদেশসহ নিষেধাজ্ঞর নির্দেশ দেন। দেবব্রত উপয়ন্ত না বুঝে সম্প্রতি দখল রাখার প্রয়াসে দাকোপ থানায় একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে। যার নং ১৯, তারিখ-২৯.০৫.২০১৮ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৪২৭/৩৫৪/৫০৬। এছাড়া ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালত গ-অঞ্চল খুলনা মৌঃ ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭ ও১১৭ সি ধারা মতে মামলা করেন। যাহার নং ১২২/১৮। কিন্তু উইলটি সঠিক নয় বলে সে আদলতে যেতে চায় না। তাই হয়রানী মুলক মিথ্যা বানয়াট মামলা দিয়ে শশাংক গংকে ঘায়েল করে জমি দখলে রাখার পায়তারায় লিপ্ত।