দাকোপে ওয়াশের ইন্টারফেইস সভা অনুষ্ঠিত

0
403

দাকোপ প্রতিনিধি :
খুলনার দাকোপ উপজেলায় গতকাল বুধবার সকাল ১০টায় ওয়াটসন কমিটির জন্য ইন্টার ফেইস সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল ।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের প্রতিনিধি মোঃ কাঞ্চন আলী। বিশেষ অতিথি ছিলেন নবযাত্রা প্রকল্পের উপজেলার গুডগভর্নেন্স এন্ড সোশ্যাল একাউন্টিবিলিটি অফিসার স্টিফেন হেমব্রম, ইউপি সদস্য ইকবাল হোসেন, সুপ্রভাত মন্ডল, হেলাল উদ্দিন সানা,  চিত্তরঞ্জন সরকার, হিমাদ্রি শেখর রায়, সঞ্জয় কুমার সরদার, কালীপদ শীল, নিশিথ মন্ডল, রাবেয়া বেগম, কল্পনা মন্ডল, কনিকা গোলদারসহ নবযাত্রা প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্টের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও  স্কোর কার্ড দলের নারী-পুরুষ, বালক, বালিকা সদস্য সহ ভিডিসি গ্রæপের সদস্য এবং বিভিন্ন এনজিও, সরকারী-বেসরকারী সংস্থার কর্মীবৃন্দ। ইন্টারফেইস সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো সিভিএ পদ্ধতির মাধ্যমে সরকার সেবা দাতা সেবা গ্রহিতা সহ জনগণের সেবার মান উন্নয়নের জন্য স্যানিটেশন পানি সরবরাহ ও পয়নিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন সাধন। সভাটি সঞ্চালক করেন সোশ্যাল একাউন্টিবিলিটি অর্গানাইজার রোকসানা বুলবুলি ও মিলি মন্ডল এবং সার্বিকভাবে সহযোগীতা করেন সোশ্যাল একাউন্টিবিলিটি অর্গানাইজার বিপুল বিশ্বাস।