আজিজুর রহমান,দাকোপ :
খুলনার দাকোপ উপজেলায় গতকাল সোমবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় জাতীয় কৃষি প্রযুক্তি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২)এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রকল্পের আওতায় “উচ্চমূল্যের ফসল তরমুজ চাষ প্রযুক্তির” উপর অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কাজী জাহাঙ্গির হোসেন। উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজ সংলগ্ন ক্লাব মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) হাসান ওয়ারিসুল কবির রুমি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিরা ফৌজদার, নিহার রঞ্জন বিশ্বাস, শেখ আবু হুরাইরা। এ সময় বক্তারা উপস্থিত কৃষক-কৃষাণীর মাঝে বীজ ধানের গুনাগুন সম্পর্কে, বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন, গাছের ফুল-ফল ঝোরে যাওয়া (রোধ) এবং সিআইজি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন।