দাকোপের বানীশান্তায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

0
382

দাকোপ সংবাদদাতা :
খুলনার দাকোপ উপজেলায় ইউএসএআইডি’র অর্থায়নে, নবযাত্রা প্রকল্পের আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগীতায় এবং কোডেকের বাস্তবায়নে বুধবার বানীশান্তা ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বানীশান্তা ইউনিয়নের লীড ফার্মার বাদশা সরদারের জলবায়ু সহনশীল প্রদর্শণী প্লটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রান্তন ইউপি সদস্য প্রভাঞ্জন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ দেবব্রত মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মৌসুমি মন্ডল, নবযাত্রা প্রকল্পের কোডেকের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিউদ্দীন মোল্ল্যা, উইনরক ইন্টারন্যাশনাল-এর লাইভলিহুডস অফিসার রিপন কুমার ঘোষ ও এন্টারপ্রাইজ ডেভেল্পমেন্ট অফিসার খান মোহাম্মদ ইলিয়াস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের কোডেকের টেকনিক্যাল অফিসার লাইভলীহুডস কাজী তোবারক হোসেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন নবযাত্রা প্রকল্পের কোডেকের ফিল্ড অর্গানাইজার লাইভলীহুডস দিজেন্দ্রলাল মন্ডল। এসময় বক্তারা নবযাত্র প্রকল্পের জলবায়ূ সহনশীল কৃষি প্রযুক্তির উপর গুরুত্বারোপ করেন এবং অনুষ্ঠানে আগত সকল সুবিধাভোগী চাষীদের জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি গুলো ব্যবহারে উদ্বুদ্ধ করে।