থুকড়ায় ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে আধা বেলা দোকানপাট বন্ধ

0
601

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ায় পাওনা টাকা চাওয়ার অপরাধে বহিরাগত কর্তৃক মারপিটের শিকার হয়েছেন ইদ্রিস মোল্লা নামের এক মূদী দোকানী।গতকাল সোমবার সকালে থুকড়া বাজারে এ ঘটনাটি ঘটে।এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের সকল দোকান বন্ধ ও বিকেলে ব্যববসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাজার বণিক সমিতির এস এম জিহাদুল ইসলাম জানান গতকাল সকালে মূদী দোকানী ইদ্রিস মোল্লা থুকড়া এলাকার জিএমসুমন নিকট পাওনা টাকা চায়।এ ঘটনা উত্তেজিত হয়ে সুমন,আইয়ুব আলী ও আমিরুল গাজীতার দোকানে ঢুকে বেধড়ক মারপিট ও দোকানের আসবাবপত্র ভাংচুর করে।এ ঘটনার খবর ছড়িয়ে পড়ায় বাজারের সকল ব্যবসায়ীরা ক্ষুব্দ হয়ে পড়ে এবং প্রতিবাদে তাৎক্ষনিক ভাবে সকল দোকান পাট বন্ধ করে রাখা হয়।পরে আপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।বিকেলে থুকড়া বাজার চৌরঙ্গী মোড়ে বণিক সমিতির সভাপতিত্বে বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারন সম্পাদক বিএম বিল্লাল হোসেন,বিএম আইয়ুব আহমেদ,বিএম জাহাঙ্গীর হোসেন,জিএম রমজান আলী,এস এমমন্টু,প্রবিন কবিরাজ,কেসমত ঢালী,শেখখ ফারুখ হোসেন,অনিল মন্ডল,আরিফুল মোল্লা, জ্এিম জাহাঙ্গীর,আসমা পারভীন সহ অনেকে।