তেল পাচারকারী চক্রের সন্ধানে ৫ সদস্যের তদন্ত দল খুলনায়

0
1069

খুলনা টাইমস প্রতিবেদক:
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও যমুনা ওয়েল কোম্পানীর তেল কালোবাজারে পাচারকারীদের সন্ধানে ঢাকা থেকে ৫ সদস্যের একটি টিম খুলনায় অবস্থান করছেন। গতকাল সোমবার সকাল থেকে তার র‌্যাব-৬’র স্পেশাল টিমকে সাথে নিয়ে তদন্ত কাজ চালাচ্ছেন।
খুলনা ভৈরব নদ সংলগ্ন যমুনা তেল ডিপোর নোঙ্গর করা তেলবাহী জাহাজ থেকে তেল পাচার করার অভিযোগে জাহাজের প্রকৌশলী, কাপ্তান, মাস্টার এবং বিপুল পরিমাণ চোরাই তেলসহ ১৪ জনকে গত রবিবার সকালে আটক করে র‌্যব-৬’র সদস্যরা। গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করা হয়।
র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, উর্মি নেভিগেশনের ‘এমটি রায়দা’ নামের জাহাজটির সুপার ভাইজার আবু হাসনাত টিটুর দায়িত্বে দৌলতপুরে যমুনা তেল ডিপোতে ডিজেল সরবরাহের জন্য ১৯ লক্ষ ৬১ হাজার লিটার ডিজেল নিয়ে গত ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে রওনা দেয়। বিভিন্ন বন্দর ঘুরে খুলনার যমুনা তেল ডিপোতে তেল সরবরাহের জন্য বহিনোঙ্গরে অপেক্ষায় ছিল। যমুনার ঘাটে সিরিয়াল না পেয়ে নদীতে নোঙ্গর করা অবস্থায় তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টায় এম,টি রায়দা নামের ওই জাহাজে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানে অতিরিক্ত চোরাই ডিজেল ক্রয়ে অভিযুক্ত দিঘলিয়ার পলাশকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালানো হয়। পরে খালিশপুরে কাশিপুর এলাকা থেকে সুমন নামে এক যুবককে আটক করে র‌্যাব সদস্যরা।
জানা গেছে, এ ঘটনার পর থেকে জাহাজের সুপারভাইজার আবু হাসনাত টিটু গা ঢাকা দেয়। ভৈরব নদীতে জাহাজ নোঙ্গর করার আগে নারায়নগঞ্জ পোর্ট ও মংলা বন্দরে কিছু সময়ের জন্য জাহাজটি নোঙ্গর করে। সেখানে সুপারভাইজার টিটুর নির্দেশে শনিবার রাতে ৫ হাজার লিটার ডিজেল বিক্রি করে হাসনাত। এদিকে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর যমুনা ডিপো সংলগ্ন শ্মশানঘাট এলাকার কয়েকটি তেলের ভাসমান দোকানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৩৪ ছোট কনটেইনার, ৩৪টি ড্রাম ভর্তি প্রায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ করে তারা। এ ঘটনায় সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-৬’র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও যমুনার তেল কোম্পানির প্রধান কার্যালয়ের প্রতিনিধিরা খুলনায় এসে গতকাল সোমবার সকাল থেকে তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তের পরেই আইনী ব্যবস্থার দিকে যাবেন বলে র‌্যাব সুত্র নিশ্চিত করেছেন।