ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি : তেলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন বৃহস্পাতিবার শান্তিপুর্ণভাবে স্কুল প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪টি সাধারণ সদস্য পদে অঘোষিত দুটি প্যানেল থেকে শেখ মনিরুল ইসলাম, আফজাল ফকির, রফিকুল ইসলাম, সেকেন্দার ফকির, শিলা বেগম, পলি বেগম, হেনা বেগম, মাহুয়া বেগম মোট চার জন পুরুষ চার জন মহিলা ৮জন প্রার্থী অংশগ্রহন করেন। নির্বাচনে একটি প্যানেল থেকে মোঃ আফজাল ফকির(১৭১), মোঃ রফিকুল ইসলম(১৬৫) শিলা বেগম(১৬৭) এবং অন্য প্যানেল থেকে একমাত্র পলি বেগম(১৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৪২০ জন ভোটারের মধ্যে ৩২৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার খুলনা সদরের মোঃ মাসুদ রানা। তিনি জানান সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যান্ত শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয় এবং ফলাফল সন্ধ্যার আগেই ঘোষনা করা হয়।