তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভা

0
1047

সংবাদ বিজ্ঞপ্তি:
জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক ও ডেপুটি থানা কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও খুলনা জেলার সভাপতি খান তারেক আকিজ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন বাবু। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ তেরখাদা উপজেলা শাখার নতুন কমিটি গঠনের বিষয় নিয়েও আলোচনা করা হয়।