তৃতীয় যাত্রায় বন্ধনের যাত্রী মাত্র ৯২

0
321

টাইমস প্রতিবেদন :
৪৫৬ আসন-সংখ্যার যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস মাত্র ৯২ জন যাত্রী নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যাবে। খুলনা রেলওয়ে স্টেশনের প্রধান টিকেট বুকিং সহকারী মো. মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘বৃহস্পতিবার সকালে কলকাতার চিৎপুর থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করবে বন্ধন এক্সপ্রেস। দুপুরে খুলনা স্টেশনে এসে পৌঁছুবে বলে আশা করছি। পরে এখান থেকে ৯২ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘এ ট্রেনটির জন্য এ অঞ্চলের মানুষের উপকার হয়েছে। তবে ভাড়া বেশি হওয়ায় এর যাত্রীসংখ্যা কমছেই।’

খুলনা রেলওয়ে স্টেশনের প্রধান টিকেট বুকিং সহকারী মো. মেহেদী হাসান জানান, বন্ধনের তৃতীয় যাত্রায় যাত্রী মাত্র ৯২। এর মধ্যে মধ্যে ১৬ জন কেবিনের এবং বাকি ৭৬ জন চেয়ারের টিকিট কিনেছেন। এই যাত্রীদের মধ্যে আবার আগে ভ্রমণ করা ১০ জন রয়েছে।

তিনি আরও জানান, ১৬ নভেম্বর প্রথম যাত্রায় ২৫৩ জন এবং ২৩ নভেম্বর দ্বিতীয় যাত্রায় ১৩৪ জন যাত্রী ছিল।