তীব্র শীতে সারা দেশে জনজীবন বিপর্যস্ত

0
531

টাইমস ডেস্ক : টানা এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক স্থানেই সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে দুপুর নাগাদ। সবচেয়ে বিপাকে পড়েছে কর্মজীবী মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের ধকল সবচেয়ে বেশি সইতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। দিনাজপুরে দুপুর নাগাদ কুয়াশা কেটে গেলেও থেকে যাচ্ছে ঠান্ডার দাপট। এমন অবস্থা থাকবে আরও কয়েকদিন বলছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো পঞ্চগড় জেলা। তাপমাত্রা কিছুটা বাড়লেও রয়ে গেছে তীব্র শৈত্যপ্রবাহের প্রকোপ।

দিনে সূর্যের দেখা নেই ঠাকুরগাঁওয়ে। কনকনে ঠান্ডা থেকে বাঁচতে শীতবস্ত্র কিনতে ভিড় করছে মানুষ।

তীব্র ঠান্ডায় কাজের চরম সংকটে পড়েছে মৌলভীবাজার, শেরপুর, নেত্রকোণা, কুড়িগ্রাম, নাটোর, পাবনাসহ প্রায় সব জেলার খেটে খাওয়া মানুষ। দেখা দিচ্ছে ঠান্ডাজনিত নানান রোগ।

টানা কয়েকদিন ধরে মেহেরপুরের তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। যশোর ও চুয়াডাঙ্গায় উত্তরের ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ।