তালায় শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবী আদায়ে মানববন্ধন, মিছিল, স্বারকলিপি প্রদান

0
303

সেলিম হায়দার:
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধিসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সকালে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে সাতক্ষীরার তালায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
তালা ডাকবাংলোর সামনে খুলনা-পাইকগাছা সড়কে মানব বন্ধনে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির তালা উপজেলা শাখা’র আহবায়ক অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,তালা শহীদ মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,অধ্যক্ষ কামরুল ইসলাম,অধ্যক্ষ রফিকুল ইসলাম,সহকারী অধ্যপক সুব্রত দাস,প্রশান্ত রায়,কর্মচারী ফেডারেশন এর তালা শাখার সাধারণ সম্পাদক কায়কোবাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগ্রাম কমিটির সদস্য সচীব মোস্তাফিজুর রহমান।
মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল গোটা উপশহর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাকর স্বারকলিপি প্রদান করা হয়।
বক্তরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ,সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের ন্যায় বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাংলা নব-বর্ষের ভাতা,বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষক কর্মচারীদের ১১ দফা তুলে ধরে।