তালায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত

0
356

তালা প্রতিনিধি:
তালার জালালপুর ও খেশরা ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ইন্দ্রজিৎ বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন,জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। খেরশা ইউনিয়নের হরিহরনগর বাজার মাঠে ইউপি মেম্বর সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খেরশা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু।
অন্যদিকে শনিবার সকালে তালা সদর ইউনিয়নের দক্ষিণ বারুইহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সহকারী শিক্ষা অফিসার রাজমনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ধোধন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এসময় ইউনিয়নের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।