তালায় জেএসসি ও জেডিসি’র পরীক্ষার্থী ৫ হাজার ৩৩ জন

0
535

সেলিম হায়দার :
সারা দেশের ন্যায় সাতক্ষীরার সাতক্ষীরায় তালায় বুধবার থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।
উপজেলার ছয়টি কেন্দ্রে জেএসসি ও দুটি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট আটটি কেন্দ্রের মধ্যে জেএসসি তালা বি,দে সরকারী উচ্চ বিদ্যালয় ও তালা সরকারি কলেজে, শহীদ আলী আহম্মেদ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুমিরা বহুমুখী উচ্চ বিদ্যালয়, খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিউট, বালিয়াদহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রিন্সিপাল আখতারুজ্জামান এসএটিসি কলেজে ৪হাজার ২শ ২৮ জন এবং জেডিসি তালা ফাযিল মাদরাসা ও পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদরাসায় ৮শ পাঁচ জন। তালায় এ বছর ৫হাজার ৩৩ জন শিক্ষার্থী জেএসসি জেডিসি পরিক্ষায় অংশগ্রহন করবেন।
তালা উপজেলা শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান বলেন সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা।