তারেক, বাবরসহ ৪৯ জনের ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

0
432

টাইমস ডেস্ক:
২১ শে আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ৪৯ আসামির মৃত্যুদন্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে এ শাস্তির দাবি জানান। আসামিপক্ষে যুক্তিতর্ক এবং রাষ্ট্রপক্ষে আইনগত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিনটি ধার্য ছিল।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আসামিপক্ষ সময় চেয়ে আবেদন জানায়। আদালত তা মঞ্জুর করে মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২২ জন নিহত এবং আহত হন শেখ হাসিনাসহ দলের শতাধিক নেতা-কর্মী।