তামিমের শতকে ২০০ পার করলো বাংলাদেশ

0
320
তামিম ইকবাল, বাংলাদেশ, Tamim iqbal, Bangladesh, rtvonline

স্পোর্টস ডেস্ক:
টেস্ট সিরিজের তামিম আর ওয়ানডের তামিম, পার্থক্যটা আকাশ-পাতাল তফাৎ। ক্যারিবীয় বোলারদের সামনে দুই টেস্টে যেখানে দাঁড়াতেই পারেনি সেখানে ওয়ানডেতে এসে দুটি শতকের ইনিংস।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গায়ানায় সাকিবকে সঙ্গে নিয়ে ১৩০ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচেও পায় অর্ধশতক। তৃতীয় ম্যাচে এসে আবার শতক। এমন তামিমকেই তো চায় বাংলাদেশ!

সেন্ট কিটসে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ৭ রানে এনামুল হক বিজয়ের বিদায়ের পর সাকিব-তামিম মিলে শুরুর ধাক্কা সামাল দেন।

সাকিবের বিদায়ে মুশফিক পরে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জুটি গড়ে ক্যারিয়ারের ১১তম শতক তুলে নেয় টাইগার ওপেনার তামিম ইকবাল।

১২৪ বলে ১০৩ রান করে আউট হয়ে যাওয়ার আগে তামিমের ইনিংসে ছিল সাত চার আর দুই ছয়ের মার।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান। মাহমুদুল্লাহ রিয়াদের ৩১ রান আর মাশরাফি মুর্তজা ১৯ রানে অপরাজিত আছেন।