খবর বিজ্ঞপ্তি:
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ও তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম’র সাথে মতবিনিময় করেছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ। খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি ও দৈনিক প্রবাহ’র সম্পাদক আশরাফ উল হক, সাধারণ সম্পাদক দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ,
দৈনিক সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, দক্ষিনাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাঈদ হোসেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন ও দৈনিক তথ্য সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ। সভায় আঞ্চলিক সংবাদপত্রের উন্নয়নের বিভিন্ন দাবী পরিষদের পক্ষ থেকে উপস্থাপন করা হলে মন্ত্রীদ্বয় মনযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।