টাইমস প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী পরিচিতি সভা বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালু মিলনায়তনে (ভিআইপি লাউঞ্জ) অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে জাতীয়তাবাদী পরিষদের বেশ কয়েকজন প্রার্থী এই সভায় অংশ নেবেন। খুলনাসহ পাশ্ববর্তী বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ভোটাররা প্রার্থী পরিচিতি সভায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্যানেল পরিচিতি সভা এবং খুলনা কেন্দ্রের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। প্রার্থী পরিচিতি সভায় ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে।
এ লক্ষ্যে গঠিত কমিটির এক সভা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কমিটির আহবায়ক অধ্যক্ষ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অধ্যাপক আ ন ম আব্দুল কুদ্দুস, সদস্য সচিব অধ্যাপক আব্দুল মান্নান, এস কে এম তাছাদুজ্জামান, অধ্যাপক মোঃ তৌহিদুজ্জামান প্রমুখ।
নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদের পক্ষে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তারা হলেন, ব্যালট-০২ ড. আ ফ ম ইউসুফ হায়দার, ০৭- ড. উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, ১১- এ কে এম ফজলুল হক মিলন, ১৩- এ টি এম আবদুল বারী ড্যানী, ১৪- এ বি এম ফজলুর করিম, ১৬- এ বি এম মোশাররফ হোসেন, ২৩- ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ২৫- কে এম আমিরুজ্জামান শিমুল, ২৭- ড. চৌধুরী মাহমুদ হাসান, ২৯- ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম, ৩১- এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ৩৫- ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ৩৬- ডা. ফরহাদ হালিম ডোনার, ৪৩- ড. মোহাম্মদ আবদুর রব, ৪৬- ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী আল ফেছানী, ৪৮- ডা. মোহাম্মদ রফিকুল কবির লাবু, ৫৭- মোঃ আশরাফুল হক, ৬১- এ্যাডভোকেট মোঃ মাসুদ আহমেদ তালুকদার, ৬২- ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন, ৬৫- ড. মোঃ শরীফুল ইসলাম দুলু, ৬৬- মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, ৬৭- অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া, ৬৮- মোঃ সেলিমুজ্জামান মোল্যা সেলিম, ৭৩- শওকত মাহমুদ এবং ৭৭- ড. সদরুল আমিন। #
—