ঢাকা অফিস: বুধবার ভোর ৬টা ৫০ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাজির শিমলা নজরুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ২টি বালু ভর্তি ট্রাক, নেত্রকোনা থেকে ছেড়ে আসা নেত্রকোনা পরিবহন ও ৩টি বাস সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হয়। অন্তত: ৩০জন আহত হয়। সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার স্টেশনের ২টি ইউনিট স্টেশন অফিসার মুনিম সারোয়ার নেতৃত্বে লাশ উদ্ধার করে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর কওে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়।