ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া সদর ও ধামালিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু। সভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জী। বাজেটে চলতি অর্থবছরে ৩ কোটি ৩৩ লক্ষ ৪ শত ৮২ টাকা আয়, ৩ কোটি ৩১ লক্ষ ৭৭ হাজার ৬ শত ৮২ টাকা ব্যয় এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৮ শত টাকা। এসময় বক্তব্যদেন সৈয়দ আতিয়ার রহমান, আব্দুল আজিজ মোড়ল, শেখ জাকির হোসেন, এনজিও প্রতিনিধি সিএনআরএস’র নুরে আজম হায়দারী রাজা, গাজী মেহেদী হাসান, গাজী সোহেল আহমেদ লিটন, ইউপি সদস্য আঃ হামিদ সরদার, শেখ কবিরুল ইসলাম, রফিকুল ইসলাম খান, আরজিনা বেগম প্রমূখ। অপরদিকে একইদিন বিকেলে ধামালিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান মোঃ রেজোয়ান মোল্যার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আঃ হালিম শিকদার। বাজেটে ২০১৮-২০১৯ অর্খবছরে ২ কোটি ৫১ লাক্ষ ৯৫ হাজার ৬৪ টাকা আয়, ২ কোটি ৫১ লক্ষ ৩৩ হাজার ৩ শত ৬৪ টাকা ব্যয় এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬১ হাজার ৭ শত টাকা। এসময় বক্তব্যদেন আ’লীগ নেতা জিএম শহিদুল ইসলাম, গাজী আব্দুস সালাম, অধ্যক্ষ আঃ মতলেব সরদার, ডাঃ দীন মোহাম্মদ খোকা, ্লিগ্যাল এইড’র ফারহানা রহমান, এনজিও প্রতিনিধি সিএনআরএস’র মনোরঞ্জন সূত্রধর, সরোয়ার হোসেন, উপ-সহকারী বিশ্বনাথ দাশ, ইউপি সদস্য আজম আলী হালদার, দিলীপ কুন্ডু, নুর ইসলাম সরদার, আনোয়ার বিশ্বাস, আমেনা বেগম, শাহিদা খানম, পারুল বেগম, সমাজসেবক আবু মহসীন মোল্যা, ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।