ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

0
1156

ডুমুরিয়া প্রতিনিধিঃ
দীর্ঘ ১৩ বছর পর খুলনার ডুমুরিয়া উপজেলায় যুবলীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহবায়ক এ্যাডঃ আশরাফুল আলম রাজু ও মোঃ ইকবাল হোসেন শেখ, সদস্য প্রভাষক সমীর দে গোরা, দোলোয়ার হোসেন শেখ, প্রভাষক অমিত কুমার বিশ্বাস অপু, সরদার মাসুদ রানা, প্রভাষক গৌর চন্দ্র ঢালী, বিকাশ চন্দ্র মন্ডল, প্রভাষক মেহেদী মাসুদ, কামরুল ইসলাম, রিপন হোসেন শেখ, তুষার কান্তি মন্ডল, অভিজিত কুন্ডু টুটুল, রাজিউল বারি সৈকত, ব্রজন কুমার সরকার, সোলায়মান মির্জা, জাকির হোসেন মিল্টন, খান তৌহিদুজ্জামান রাতুল, আবু দাউদ মোড়ল ও সাইফুল ইসলাম খান।

উক্ত কমিটি ৯০ দিনের মধ্যে উপজেলার ১৪ ইউনিয়ন শাখার সম্মেলন সমাপ্ত পূর্বক উপজেলা শাখার সম্মেলন সম্পন করার নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৪ সালের ৬ এপ্রিল সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হলেও তা বাস্তবায়ন করত হয়নি।