ডুমুরিয়ায় ৩ জুয়াড়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

0
374

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জুয়াড়ীর নিকট থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার বিকেলে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম।
আদালত সূত্রে জানা যায় শ্রক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গুটুদিয়া এলাকা থেকে অছেক আলীর ছেলে ওহিদুর জামান (২৮),কালিকাপুর‘র সুভাষ মন্ডলের ছেলে পৃতিশ মন্ডল (৩০) ও আসাননগর এলাকার কালিপদ মন্ডলের ছেলে সচীন মন্ডল (৪০ কে তাস খেলা অবস্থায় আটক করে। এরপর গতকাল বিকেলে ওই জুয়াড়ীদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের প্রত্যেককে ৫‘হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।