ডুমুরিয়ায় ১৭৭পিস ইয়াবাসহ মাদক স¤্রাট আটক

0
327

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৭৭পিস ্ইয়াবাসহ দু‘মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক স¤্রাট তপন ঢালী (৪০)‘র নামে মাদক,ছিনতাই,নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার বান্দা এলাকায় অভিয়ান চালায়।
এ সময় এলাকায় মাদক স¤্রাট হিসেবে পরিচিত হাজিবুনিয়া এলাকার অভিমান্য ঢালীর ছেলে তপন ঢালী ও তার সহচর পেড়ীখালী এলাকার রঞ্জন বাছাড়ের ছেলে তুহিন বাছাড় (২৮ কে আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাসি করে ১৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মাদক মামলা শেষে তাদের জেল-হাজতে প্রেরন করা হয়েছে।