ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় থানায় মামলা

0
386

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস-মাহেন্দ্র ও ভ্যান গাড়ীর ত্রিমূখী সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে নিহত নারায়ন মন্ডলের ছেলে জয়দেব মন্ডল বাদি হয়ে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। প্রসঙ্গত শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়ার মাঝের ভেড়ী নামক স্থানে যাত্রীবাহি বাস-মাহেন্দ্র ও ভ্যান গাড়ীর ত্রিমূখী সংঘর্ষে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ সময় ভ্যান চালক গুটুদিয়া এলাকার আছাদুল মোড়ল(৩৫),নারায়ন মন্ডল (৫৫) ও উলা এলাকার শিশু যাত্রী ছাকিবুল ইসলাম (৭) বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিশু ছাকিবের পিতা কবির সরদার (৩৫)
এর মৃত্যু হয়।এ ঘটনায় হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করে।ঘটনা প্রসংগে ওসি মোঃ হাবিল হোসেন জানান দূর্ঘটনায় নিহত নারায়ন‘র ছেলে জয়দেব মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।