ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

0
377

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ায় স্ত্রীর উপর অভিমান করে রবিউল ইসলাম (৩৫)নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
শুক্রবার সকালে উপজেলার মলমলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায় ঘটনার ৩ দিন আগে রবিউলের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যায়।সেখান থেকে স্ত্রীর ফিরে আসতে দু‘দিন দেরি হওয়ায় অভিমান করে ঘটনার দিন গতকাল ভোরে সে ঘরে থাকা কীটনাশক পান করে।পরে তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।