প্রতিনিধি:
ডুমুরিয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় হাসিব শেখ (২০) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রুদাঘরা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রুদাঘরা গ্রামের মোশারফ শেখের ছেলে হাসিব শেখ স্থ্ানীয় এক স্কুল ছাত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তারই জের ঘটনার দিন দুপুরে ওই এলাকার তাওলার বিলে একা পেয়ে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।